প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

বিসমিল্লাহির রাহমানির রাহিম
তা'লিমুস্ সুন্নাহ্ মডেল মাদ্রাসা
স্থাপিত:২০১৮ইং
প্রতিষ্ঠাতা হাঃ মাওঃ ফিরোজ শাহ অবস্থান
আশুলিয়া বাজার,আশুলিয়া দক্ষিণ পাড়া,সাভার, ঢাকা ।

আমাদের সম্পর্কে
স্বাগতম
তা'লিমুস্ সুন্নাহ্ মডেল মাদ্রাসা
হাফেজিয়া মাদ্রাসা কুরআন মুখস্থ করার জন্য এক প্রকার ইসলামি শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতিতে কুরআন মুখস্থের পাশাপাশি ক্বারীয়ানা তেলাওয়াত করা, সহিহভাবে কুরআন তেলাওয়াত করার মত শিক্ষা প্রদান করা হয়।[২] স্বাভাবিক জীবনে ইসলামি অনুশাসন মেনে চলার মত মৌলিক বিষয়াদি এই প্রতিষ্ঠানে প্রদান করা হয়।[৩] এছাড়া কুরআন মুখস্থের সাথে সাথে, এটাকে কীভাবে আরো সুন্দর মাখরাজ ও তাজবিদের সাথে পড়তে হয় সেটাও শিখানো হয়। উপমহাদেশের প্রচলিত অর্থে হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষ করলে তাকে হাফেজ উপাধি দিয়ে পাগড়ি প্রদান করা হয়।[৪] সাধারণত হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষ করলে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য কওমি বা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে থাকে।

অধ্যক্ষের বাণী

image-not-found

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন। ওয়াস্ সালাতু আস্ সালামু আ‘লা নাবিয়্যিল কারিম। ওয়া আ‘লা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান্নাসি আজমাঈন।

তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসা একটি অন্যতম আধুনিক ও মানসম্পন্ন মাদ্রাসা ।

তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসা একটি যুগশ্রেষ্ঠ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, সমাজনীতি ও আন্তর্জাতিকবাদের সম্যক ধারণা দিয়ে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- “তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসা”।

সভাপতির বাণী

image-not-found

এমন একদল সমাজ সচেতন আলেমে দ্বীনি তৈরী করা, যারা ইলমে দ্বীনের পাশাপাশি বৈষয়িকি জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা রাখবে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে পান্ডিত্ব অর্জনে ধর্মীয় পরিমণ্ডলসহ কর্মের বিস্তৃৃত অঙ্গনে যোগ্যতার সাথে ভূমিকা পালন করে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করবে।